ডিসি অফিসের নিচ থেকে গাড়ী চুরি, শ্রীমঙ্গলে উদ্ধার
প্রান্তডেস্ক: কোতোয়ালী থানা পুলিশ গাড়ী চোরাচালান চক্রের চিহ্নিত দুই চোরকে আটক করেছে। তাদের কাছ থেকে চুরি হওয়া একটি প্রাইভেটকারও উদ্ধার করেছে। আটককৃতরা হল হবিগঞ্জ সদরের গোপাইয়া এলাকার ধুলিয়ারখাল গ্রামের মৃত সুরত আলীর ছেলে শাহিন মিয়া(৩৫) ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলি গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে জিলু মিয়া(২৯)।
আজ সোমবার মৌলভীবাজারেরে শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে তাদের আটক করা হয়।
জানা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ থেকে নগরীর কুয়ারপাড়ের নিরাপদ দাশ পিংকুর একটি প্রাভেটকার চুরি হয়। ছাই রংয়ের এই প্রাইভেটকার (রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ- ১৩-৭৭৮৫) চুরি হওয়ার পর পিংকু বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করেন। নং-৪৫ তারিখ-২৩/০২/২০২০।
মামলার পরপরই পুলিশ নামে গাড়ী উদ্ধার অভিযানে। কোতোয়ালী মডেল থানার ওসি সেলিম মিয়ার নির্দেশনায় এসআই মোঃ ইবাদুল্লাহ ও এএসআই মোঃ নোমান মিয়া একদল চৌকশ পুলিশ বিশেষ অভিযান পরিচালনা শুরু করে।
আজ সোমবার ২ চোরসহ গাড়ীটি শ্রীমঙ্গলের লছনা বাজার সংলগ্ন সাতগাঁও চা বাগানের সামনে থেকে উদ্ধার করা হয়।