ট্রাম্পের ভারত সফর শুরু আজ
প্রান্তডেস্ক:যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই আজ সোমবার ভারত সফরে আসছেন ডোনাল্ড ট্রাম্প। দুই দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাণিজ্যিক বেশ কিছু ইস্যুতে ট্রাম্পের চুক্তি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
বিশ্লেষকরা মনে করছেন, চলতি বছর নির্বাচনের আগে আমেরিকান জনগণকে লাভজনক কিছু উপহার দিতেই ট্রাম্প ভারত সফর করছেন। যদিও বাণিজ্য চুক্তি হবে কিনা তা নিয়ে সফরের আগেই পানি ঘোলা করেছেন স্বয়ং ট্রাম্প। তবুও মোদি প্রশাসন জিএসপি সুবিধা ফেরত পাওয়াসহ ট্রাম্পের কাছ থেকে আরও কিছু সুবিধা পাওয়ার ব্যাপারে আশাবাদী।
২০১৮ সালের পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যের পরিমাণ ছিল ১৪ হাজার তিনশো কোটি ডলার। ভারতের রপ্তানির পরিমাণ আট হাজার ৩৯০ কোটি ডলার হলেও আমদানির পরিমাণ পাঁচ হাজার ৮৭০ কোটি ডলার। ভারতের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের ঘাটতির পরিমাণ দুই হাজার ৫২০ কোটি ডলার। এই ঘাটতি কমানোই প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম উদ্দেশ্য হতে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকরা।
সফর শুরুর আগে ট্রাম্প আক্ষেপ প্রকাশ করে বলেছিলেন, প্রধানমন্ত্রী মোদিকে তিনি পছন্দ করলেও ভারতের কাছ থেকে আমেরিকা ভালো কিছু পায়নি। ট্রাম্পের এই মন্তব্য যে বাণিজ্যিক সম্পর্ককে কেন্দ্র করেই তা বলার অপেক্ষা রাখে না।
এদিকে ভারতের উদ্দেশে রওনা হওয়ার আগে ‘বাহুবলি-২’ সিনেমার একটি সম্পাদিত ভিডিও টুইটারে শেয়ার করেছেন ট্রাম্প। ওই ভিডিওতে বাহুবলির নায়কের শরীরের ওপর ট্রাম্পের মুখ বসানো হয়েছে। অনির্ভরযোগ্য একটি অ্যাকাউন্টের টুইট থেকে নিয়ে ভিডিওটি পুনরায় পোস্ট করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট লিখেছেন, ‘ভারতে জবরদস্ত বন্ধুদের সঙ্গে সাক্ষাতের জন্য অধীর অপেক্ষায় রয়েছি।’ ‘জিও রে বাহুবলি’ গানসহ ভিডিওটিতে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পকেও তুলে ধরা হয়েছে। আর কয়েক মুহূর্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ বসানো একটি ছবি দেখানো হয়। ‘যুক্তরাষ্ট্র ও ভারত ঐক্যবদ্ধ’ বার্তাটি দেখিয়ে ভিডিওটি শেষ হয়। পোস্ট করার দুই ঘণ্টার মধ্যে টুইটটি এক হাজার ৭০০ বার শেয়ার হয়েছে।
ট্রাম্পের দুদিনের ভারত সফরে ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প ছাড়াও সফরসঙ্গীর মধ্যে ছেলে জুনিয়র ট্রাম্প, মেয়ে ইভাংকা ট্রাম্প ও তার স্বামীও রয়েছেন।
ট্রাম্প আহমেদাবাদে প্রথম পা রাখবেন বলে ওই শহরের সাজসজ্জায় কোটি কোটি রুপি ব্যয় করা হয়েছে। রাস্তার পাশের বস্তি যাতে ট্রাম্প দেখতে না পান, তাই সেটি দেয়ালে ঢেকে দেওয়া হয়েছে। তবে ভারতীয় বিরোধী দল কংগ্রেস ট্রাম্পের এই সফর নিয়ে মোদি সরকারের প্রস্তুতির সমালোচনা করেছে। দলটির প্রশ্ন, এই সাজসজ্জা আমেরিকার নির্বাচনের প্রচার হয়ে দেখা দেবে নাতো?