অবরুদ্ধ ইতালির ১২ শহর, স্থগিত ফুটবল
প্রান্তডেস্ক:ইউরোপে করোনাভাইরাসের মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় কঠোর পদক্ষেপ নিয়েছে ইতালি। ইতিমধ্যে দেশটিতে আক্রান্ত দুই নাগরিকের মৃত্যু হয়েছে, সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ জনে।
বিবিসি জানায়, শনিবার রাতে ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে জরুরি পরিকল্পনা ঘোষণা করেন।
কন্তের ঘোষণার পরই উত্তর ইতালির লমবারদি ও ভেনেতো অঞ্চলের ১২টির মতো শহর কার্যকরভাবে কোয়ারেন্টিন করা হয়। শহরগুলোর প্রায় ৫০ হাজার বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
প্রাদুর্ভাবের এলাকাগুলোতে প্রবেশ ও সেখান থেকে বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন কন্তে। এলাকাগুলোতে প্রবেশ বা সেখান থেকে বের হতে অনুমতি নিতে হবে বাসিন্দাদের।
এ ছাড়া বন্ধ রাখা হয়েছে সব স্কুল। সব ধরনের ক্রীড়া কার্যক্রমও স্থগিত রাখা হয়েছে। এর মধ্যে দেশটির শীর্ষ ফুটবল লিগ সেরি আ’র তিনটি ম্যাচ স্থগিত করা হয়েছে, রোববার সেগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশ থেকে নতুন করোনাভাইরাসটি ছড়িয়ে পড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরে ভাইরাসটির নাম দেয় কভিড-১৯।
মহামারি আকারে ছড়িয়ে পড়া ভাইরাসটিতে এখন পর্যন্ত মারা গেছে ২৪৬১ জন, যাদের মধ্যে ১৯ জন ছাড়া বাকি সবার মৃত্যু ঘটেছে চীনে।
চীনের বাইরে ২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। শনিবার পর্যন্ত ইরানে ৫ জন, দক্ষিণ কোরিয়ায় ৪ জন, জাপানে ৩ জন, হংকং ও ইতালিতে ২ জন করে এবং ফিলিপাইন, ফ্রান্স ও তাইওয়ানে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।