করোনা মহামারিতে আক্রান্ত ৭৯ হাজার
প্রান্তডেস্ক:সর্বনাশা নতুন করোনাভাইরাসে চীনে আরও দেড়শ মানুষের মৃত্যু হয়েছে। ভাইরাসটি ছড়িয়ে পড়ছে চীনের বাইরেও। এখন পর্যন্ত মৃতের সংখ্যা ২ হাজার ৬১৯ জন, যার মধ্যে ২৭ জন ছাড়া বাকি সবাই চীনের বাসিন্দা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৯ হাজার ছাড়িয়ে গেছে। চীনের বাইরে অন্তত ২৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯ নাম পাওয়া ভাইরাসটি।
দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালিতে আতঙ্ক তৈরি করেছে। দেশ তিনটিতে মারা গেছে ১৮ জন। দক্ষিণ কোরিয়ায় মৃতের সংখ্যা ৭ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৬৩।
ইতালিতে মারা গেছে ৩ জন। সংক্রমণ ঘটেছে অন্তত ১৫২ জনের দেহে। ইউরোপে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।
ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরাক, পাকিস্তান, আরমেনিয়া, তুরস্ক। আফগানিস্তান আকাশ ও সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে দেশটির সঙ্গে।
এ ছাড়া জাপানে ৩ জন, হংকংয়ে ২ জন এবং ফিলিপাইন, ফ্রান্স ও তাইওয়ানে একজন করে আক্রান্তের মৃত্যু হয়েছে।
গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত অধিকাংশ নিহত ও সংক্রমণই প্রদেশটির বাসিন্দারা।
শুরু থেকে বিজ্ঞানীদের ধারণা, কোনো প্রাণী থেকে মানুষের দেহে ভাইরাসটির সংক্রমণ ঘটেছে। যদিও তা নিশ্চিত হওয়া যায়নি এখনো। এই রোগের প্রতিষেধক আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।