গ্রামীণফোন আজ বিটিআরসির পাওনার হাজার কোটি টাকা পরিশোধ করবে
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি, ২০২০ ২:৩৯ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক: আদালতের নির্দেশনা মেনে আজ বাংলাদেশি টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি-কে এক হাজার কোটি টাকা দিচ্ছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।
এক বিবৃতিতে এ কথা জানায় প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, বাংলাদেশের আইনি ব্যবস্থাকে সম্মান করে গ্রামীণফোন। একই সাথে বিটিআরসি প্রতিষ্ঠান ও এর ব্যবস্থাপনার উপর যে চাপ অব্যাহত রেখেছে তা থেকে আদালতের সুরক্ষাও চায়।
গ্রামীণফোন তাদের বিবৃতিতে বলছে, বিটিআরসির কিছু পদেক্ষেপ তাদের ভোক্তা ও ব্যবসায়ী অংশীদারদের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।