দৌলতদিয়ায় আরও এক যৌনকর্মীর জানাজা অনুষ্ঠিত
প্রান্তডেস্ক:রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে প্রশাসনের সহযোগিতায় এবার যৌনকর্মী পারভীন খাতুনের (৬০) জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ২টার দিকে দৌলতদিয়া যৌনকর্মীদের গোরস্থানের পাশে এ জানাজা অনুষ্ঠিত হয়। পারভীনের জানাজায় ইমামতি করেন গোয়ালন্দ ঘাট থানা মসজিদের ইমাম মো. আবু বক্কর সিদ্দিকী।
জানাজায় উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরীফ উজ্জামান। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান (পিপিএম), দৌলতদিয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো. জলিল ফকির প্রমুখ।
গতকাল শুক্রবার রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন রিনা খাতুন। এরপর যৌনপল্লীতেই তার মৃত্যু হয়। রিনা খাতুনের মৃত্যুর বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমানকে জানান যৌনকর্মীদের সংগঠন ‘অবহেলীত নারী ঐক্য’র নেত্রী ঝুমুর বাড়িওয়ালী। এসময় যৌনপল্লীতে মাইক দিয়ে শোক সংবাদ প্রচার করা হয়। দৌলতদিয়ার চার-পাঁচ হাজার যৌনকর্মী পারভীনকে দেখতে তার বাড়িতে ভিড় জমান।
উল্লেখ্য, এর আগে হামিদা বেগম (৬৫), রিনা বাড়িওয়ালীর (৬২) জানাজা অনুষ্ঠিত হয়। গত ৬ ফেব্রুয়ারি হামিদা বেগমের জানাজার মধ্য দিয়ে দৌলতদিয়ার অবহেলিত যৌনকর্মীদের জীবনে নতুন অধ্যায় শুরু হয়। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান (পিপিএম) হামিদা বেগমের জানাজার আয়োজন করেন। এরপর গত বৃহস্পতিবার এ পল্লীতে রিনা বাড়িওয়ালীর মৃত্যু হলে রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে জানাজা অনুষ্ঠিত হয়।