শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগী আটক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি, ২০২০ ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:রাজধানীর আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটকের বিষয়টি গণমাধ্যমকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার।তিনি জানান, মোহাম্মদপুর এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে আটক করা হয়েছে।শনিবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর কারওয়ানবাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।