আগামী কাল সিলেটে সি.পি.বি”র জনসভা
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি, ২০২০ ৪:৫১ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:আগামীকাল ২৩ ফেব্রুয়ারীসিলেট মহানগরীর সুরমা পয়েন্টে বাংলাদেশের কমিনিষ্ট পার্টির বিভাগীয় জনসভা।সভায় প্রধান অতিথী হিসাবে উপস্হিত থাকবেন পার্টির সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম। কমরেড আনোয়ার সুমনের সভাপতিত্বেবিকাল৩টায় সভা শুরু হবে।