ভাষা দিবসে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি, ২০২০ ৬:০৩ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি।
শুক্রবার সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক শংকর দাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইউসুফ আলী, কার্যনির্বাহী সদস্য আব্দুল বাতিন ফয়সল, শাহিন আহমদ, সদস্য জাবেদ আহমদ, এইচ.এম. শহিদুল ইসলাম প্রমুখ।