আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ ব্যাংক সিলেটের শ্রদ্ধা নিবেদন
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি, ২০২০ ৪:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ব্যাংক সিলেটের কর্মকর্তাবৃন্দ।শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কবীর আহমদ শরীফ, সম্পাদক সুব্রত তালুকদার, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সভাপতি সিতাংশু শেখর রায়, সাধারণ সম্পাদক ফয়জুল কবির, সিবিএ এর সভাপতি মোফাখখারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মো আলমগীর, নির্বাহী পরিচালক কাজী এনায়েত হোসেন প্রমুখ।