সিলেট থেকে মাল্টার ভিসা পেলেন আরো ৬ জন
প্রান্তডেস্ক:ইউরোপের দেশ মাল্টায় ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন সিলেটের আরো ৬ ব্যক্তি। সিলেটের ‘শরীফা ট্রাভেল কনসালটিং ফার্ম’-এর মাধ্যমে তারা এ ভিসা পেয়েছেন। এর আগে এ কনসালটিং ফার্মের মাধ্যমে আরো ৮ জন মাল্টার ভিসা পান।
শরীফা ট্রাভেল কনসালটিং ফার্ম জানিয়েছে, মাল্টায় ওয়ার্ক পারমিট ভিসায় যাওয়ার সুবর্ণ সুযোগ এখন। ফুড ডেলিভারি বাইকার হিসেবে সেখানে কাজের সুযোগ থাকছে। প্রতি ঘন্টার কাজে পাওয়া যাবে সাড়ে ৬ ইউরো। এক ইউরোতে বাংলাদেশে প্রায় ৯০ টাকা হয়। এ হিসেবে প্রতি ঘন্টায় সাড়ে ৬ ইউরোতে বাংলাদেশি টাকায় পাওয়া যাবে ৫৮৫ টাকা। মাসে ১৮০ ঘন্টা কাজ করতে হবে। এ হিসেবে মাসে একজনের আয় হবে এক লাখ টাকারও বেশি।
শরীফা ট্রাভেল কনসালটিং ফার্ম আরো জানিয়েছে, চলতি ফেব্রুয়ারি মাসে গেল কয়েকদিনে নতুন করে মাল্টার ভিসা পেয়েছেন ৬ জন। ভিসাপ্রাপ্তরা হলেন- সিলেটের জালালাবাদ থানার বলাউড়া বাজার শেখেরগাঁওয়ের সুরুজ মিয়ার ছেলে আল আমিন বাচ্চু, সোনাতলা গ্রামের শামস উদ্দিন আহমেদের ছেলে মামুনুর রশীদ, বিমানবন্দর থানার সাহেবের বাজারের লুসাইনের দিলওয়ার বক্তের ছেলে কাওসার আহমেদ, শাহপরান থানার হাতিমবাগ শিবগঞ্জের মুকব্বির আলীর ছেলে তাজ উদ্দিন, বিমানবন্দরের ফয়সল আহমেদ ও জালালাবাদের মো. আব্দুর রহিম।
ভারতের দিল্লিস্থ মাল্টা হাইকমিশন থেকে তাদের ভিসা ইস্যু করা হয়।
এই কনসালটিং ফার্ম থেকে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি মাসে সিলেটের ৮ জন মাল্টার ভিসা পান। এরা হলেন- জালালাবাদ থানার শিবের বাজারের রুমানা বেগম, হাওশা শেখেরগাঁওয়ের আব্দুস শুকুর, হাওশার রুনা বেগম, বলাউড়া বাজারের গোবিন্ধপুরের মো. জেবুল হোসেন, সিলেটের গোলাপগঞ্জের রুস্তমপুরের জাকের আহমেদ, একই উপজেলার ঢাকাদক্ষিণের খরদাপাড়ার কামরুল ইসলাম, বিশ্বনাথের খাঁজাঞ্চির হোসেনপুরের মো. মিনহাজুর রহমান এবং শাহপরান থানাধীন খাদিমের মোহাম্মদ ইব্রাহিম আলী।
শরীফা ট্রাভেল কনসালটিং ফার্মের কর্ণধার শাহ জামাল নুরুল হুদা জানান, মাল্টায় ফুড ডেলিভারি বাইকার হিসেবে কাজ করে প্রতি ঘন্টায় পাওয়া যাবে সাড়ে ৪ ইউরো। এছাড়া প্রতি ঘন্টায় দুটি ডেলিভারি অর্ডার পাওয়া যাবে; এখান থেকে বোনাস হিসেবে মিলবে আরো ২ ডলার। সবমিলিয়ে প্রতি ঘন্টায় আয় সাড়ে ৬ ডলার।
তিনি জানান, মাল্টায় কোম্পানি কর্মীকে ১২৫ সিসি মোটরসাইকেল দেবে। এছাড়া থাকবে ইন্সুরেন্স, মাসিক সার্ভিসিং চার্জ, পোশাক, জ্যাকেট ও অন্যান্য ডেলিভারি যন্ত্রপাতি। মাল্টায় ওয়ার্ক পারমিট ভিসায় গিয়ে কাজ করতে নিজের স্মার্টফোন লাগবে।
কাজের বিবরণ: প্রতি মাসে ১৮০ ঘন্টা কাজ করতে হবে। কেউ চাইলে ওভারটাইম করতে পারবেন। তবে ওভারটাইমের বেতনও ঘন্টাপ্রতি একই থাকবে।
মাল্টায় যেতে যোগাযোগের ঠিকানা: শরীফা ট্রাভেল কনসালটিং ফার্ম, ৩৬ লেইছ সুপার মার্কেট, আম্বরখানা, সিলেট। ফোন- ০১৩০০৬৩১৫৩৩ ও ০৮২১-৭২৪৯৬২।