সিলেটডেভলাপমেন্ট কাউন্সিল(এস,ডি,সি) “র শ্রদ্ধার্ঘ্য অর্পণ
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি, ২০২০ ৪:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক: মহান মাতৃভাষা দিবসে সিলেট ডেভলাপমেন্ট কাউন্সিল(এস,ডি,সি) সংগঠনের চেয়ারম্যন খন্দকার মামুন আলী আখতারের নেতৃত্বে বিশাল প্রাভাতফেরী নিয়ে শহিদমিনারে গিয়ে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রাভাতফেরীতে অংশ নেন সংসদের নেতা ,নাসির আহমদ খান মনিদাস,নজরুল ইসলাম, জাবেদুল ইসলাম দিদার,খলেদ জাহানচৌধুরী, নুরূলহুদা প্রমুখ নেতৃবৃন্ধ।