ইরানে সংসদ নির্বাচন আগামীকাল
প্রান্তডেস্ক:ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ নির্বাচন আগামীকাল। আজ সকাল আটটায় প্রচারের সময়সীমা শেষ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালেও প্রচারে ব্যস্ত ছিলেন প্রার্থীরা। আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।গতকাল শহর-গ্রামের রাস্তার দুই পাশে এবং অলিগলিতে আজ সবচেয়ে বেশি পোস্টার চোখে পড়েছে। এছাড়া প্রার্থী ও কর্মীদেরকে আজ নিজেদের কর্মসূচিসহ নানা পরিকল্পনা তুলে ধরে ভোট চাইতে দেখা গেছে। নির্বাচনী আইন মেনেই তারা প্রচার চালিয়েছেন। আগামীকাল ২১ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হবে।২৯০ টি আসনের জন্য সাত হাজারের বেশি প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন।একই দিনে ইরানের বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনও অনুষ্ঠিত হবে।
প্রতি চার বছর পরপর ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ ২০১৬ সালে ইরানে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেকোনো নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হলেই তিনি ভোটার হিসেবে গণ্য হন।
সূত্র: পার্সটুডে