শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে কোম্পানিগঞ্জ পাথর শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রান্তপ্রতিবেদক:বাংলাদেশ শ্রমিকলীগের অন্তর্ভূক্ত কোম্পানিগঞ্জ উপজেলা পাথর উত্তোলন ও পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপির সৌজন্য সাক্ষাৎ করেন।
বুধবার সিলেট সার্কিট হাউজে সাক্ষাৎ করে তাদের করুন অবস্থার অবসানের ব্যবস্থা গ্রহণের জন্য আকুল আবেদন জানান।
শ্রমিক নেতৃবৃন্দ মন্ত্রীকে বলেন হঠাৎ করে বৈধ্যভাবে পাথর উত্তোলন বন্ধের কারণে প্রায় ২০ হাজার পাথর শ্রমিক বেকার রয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, আমরা অবৈধ্যভাবে পাথর উত্তোলন বন্ধের জন্য বিভিন্ন সময় সিলেট বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের বিভিন্ন শাখায় স্মারকলিপি প্রদান করি। দুঃখের বিষয় আমরা পাথর শ্রমিকরা বৈধ্যভাবে পাথর উত্তোলন করে আমাদের জীবিকা নির্বাহ করে আসছি। কোনো পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ করে ঢালাও ভাবে পাথর উত্তোলন বন্ধের কারণে আমরা দিশেহারা হয়ে পড়েছি। এ ব্যাপারে আপনার হস্তক্ষেপ কামনা করছি। যাতে আমরা বৈধ্যভাবে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করতে পারি।
এসময় উপস্থিত ছিলেন- কোম্পানিগঞ্জ পাথর উত্তোলন ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, পাথর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমদ, পূর্ব ধলাই শাখার সভাপতি ফারুক মিয়া, দপ্তর সম্পাদক ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া প্রমুখ।