একুশে ফেব্রুয়ারিতে সিলেট আ.লীগের কর্মসূচি
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি, ২০২০ ৩:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:: আগামীকাল মহান একুশে ফেব্রুয়ারি। আগামীকাল শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকাল ৮টায় জিন্দাবাজারস্থ ওভারসিজ সেন্টার হতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে প্রভাত ফেরি অনুষ্ঠিত হবে।
এছাড়া বিকেল ৩ টায় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা আহ্বান করা হয়েছে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান।