পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১
প্রান্তডেস্ক: পাবনার রামচন্দ্রপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে হাব্বান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি সন্ত্রাসী ছিলেন বলে পুলিশের দাবি। বৃহস্পতিবার ভোর রাতে সদর উপজেলার রামচন্দ্রপুর স্লুইটগেট এলাকায় এই বন্দুকযুদ্ধ হয়। নিহত হাব্বান রামচন্দ্রপুর গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। তার বিরুদ্ধে পাবনার বিভিন্ন থানায় হত্যা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ মোট ১৩টি মামলা রয়েছে। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোর রাতে রামচন্দ্রপুর স্লুইটগেট এলাকায় একদল সন্ত্রাসী বসে নাশকতার পরিকল্পনা করছিল। পুলিশের নিয়মিত টহল দলের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করতে থাকে। এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু নিলে ঘটনাস্থলে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ তা উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের দাবি নিহত হাব্বান ওই এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন।