প্রচ্ছদ সিলেট বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি, ২০২০ ১:৩৬ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত প্রান্তপ্রতিবেদক: সিলেটে বিয়ানীবাজার-জকিগঞ্জ রোডের জিরো পয়েন্টের উপকণ্ঠে চরিয়ায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ২০ জন যাত্রীকে মারধর করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন লুটের শিকার হওয়া যাত্রিরা। জানা গেছে, জিরো পয়েন্টের উপকণ্ঠে চরিয়া এলাকায় সড়কে গাছ ফেলে ১৮/২০ জনের ডাকাতদল যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় বাস, প্রাইভেটগাড়ি ও বেশকিছু সিএনজি অটোরিকশা চালক ও যাত্রীদের মারধর করে মুঠোফোন ও টাকা, স্বর্ণালংকার লুট করে ডাকাতরা চরিয়া গ্রামের দিকে পালিয়ে যায়। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌছার পূর্বেই ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির শিকার হওয়া মামুনুর রশিদ খাঁন ও লন্ডন প্রবাসী শেখ আবু ফয়ছল বলেন, অনেক গাড়িকে দাঁড় করিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রিদের কাছে থাকা সব ছিনিয়ে নিয়েছে। মহিলার নাকফুলটি পর্যন্ত বাদ দেয়নি অস্ত্রধারী ডাকাতরা। মামুনুর রশিদ খাঁনকে মারধর করে তার মুঠোফোন, টাকা এবং লন্ডন প্রবাসীর মুঠোফোন সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) অবনী শংকর কর জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ডাকাতদের ধরতে অভিযান চলছে। সিলেট এর আরও খবর ১৭ মামলার পলাতক আসামি গ্রেফতার ছিনতাইয়ের উদ্দেশ্যে খুন করা হয় সবজি ব্যবসায়ী গোবিন্দকে, গ্রেপ্তার ৩ ‘প্রশাসনের আশ্বাসে’ সিলেটে আহুত ধর্মঘট প্রত্যাহার প্রর্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ,আনুষ্ঠানিক প্রচারণা শুরু