মাগুরায় ‘বন্দুকযুদ্ধে ২ ডাকাত’ নিহত
প্রান্তডেস্ক:মাগুরায় নিজেদের মধ্যে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বুধবার ভোরে সদরের বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই দল ডাকাতের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ভোরে গোলাগুলির শব্দ শুনে সদরের ররুনাতৈল গ্রামবাসী পুলিশে খবর দেয়।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরে খোঁজখবর নিয়ে পুলিশ জানতে পারে নিহত দুজন হলেন- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের গফুর মণ্ডলের ছেলে ডাকাত সর্দার লাভলু মণ্ডল (৪০) এবং একই জেলার বোয়ালমারীর এলাকার অপর ডাকাত সর্দার দাউদ হোসেন (৩৮)।
ওসি জানান, নিহত দুজনের নামে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরার বিভিন্ন থানায় এক ডজনের ওপরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে