এই দিনে ১৭ ফেব্রুয়ারি
প্রান্তডেস্ক: ১৬৭৩ সালের ১৭ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন বিশ্বখ্যাত ফরাসি নাট্যকার মলিয়ের। পশ্চিমা সাহিত্যের সেরা হাস্যরসাত্মক রচনাকারদের একজন হিসেবে তাকে বিবেচনা করা হয়। তার রচনাগুলোর মধ্যে ল্য মিসান্থ্রপি, ল্য এক্ল দেস ফেমেস, টারটুফে অউ ল্য ইম্পোস্তার, ল্য আভ্রে, ল্য মালাদে ইমাজিনারে উল্লেখযোগ্য। মলিয়ের ১৬২২ সালের ১৫ জানুয়ারি ফ্রান্সের প্যারিসে জন্মগ্রহণ করেন। ‘দে ক্লেরমন্ট’-এর মতো নামকরা কলেজে পড়ানোর কারণে থিয়েটারে যোগ দেওয়া তার জন্য খুব সহজ ছিল। ভ্রাম্যমাণ অভিনেতা হিসেবে ১৩ বছরের জীবনাভিজ্ঞতা থেকেই তিনি প্রথম নাটক লেখেন। সেখানে তিনি ইতালীয় ঘরানার কমেডির সঙ্গে ফরাসি হাস্যরসের মিশ্রণ ঘটান। পরে ফরাসি রাজার চোখে পড়ায় তিনি ও তার দল রাজভাতা পায়। যদিও তিনি রাজা ও প্যারিসের অধিবাসীদের ভূয়সী প্রশংসা পান, কিন্তু তার বিদ্রুপাত্মক লেখা নীতিবাদী ও ক্যাথলিক চার্চ অনুসারীদের সমালোচনার মুখে পড়ে। ধর্মীয় ভণ্ডামিকে আক্রমণ করায় চার্চ তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। নাটকের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে মলিয়েরের স্বাস্থ্য দুর্বল হতে শুরু করে, ফলে ১৬৬৭ সালে তিনি বাধ্য হন মঞ্চ থেকে সাময়িক অবসর নিতে। ১৬৭৩ সালের ১৭ ফেব্রুয়ারি ফুসফুসজনিত যক্ষ্মা নিয়েই তার জীবনের শেষ নাটক ‘ল্য মালাদে ইমাজিনার’-এ অভিনয় করেন। আর্গন নামক স্বাস্থ্য আতঙ্কিত রোগীর ভূমিকায় অভিনয়রত অবস্থায়ই উপর্যুপরি কাশি ও রক্তস্রাবের শিকার হন। নাটকটির অভিনয় শেষ করে তিনি মঞ্চেই ঢলে পড়েন এবং কয়েক ঘণ্টা পর মৃত্যুবরণ করেন। তখন তার বয়স ৫১ বছর। মলিয়েরের হাসির নাটক আমাদের দেশের মঞ্চেও জনপ্রিয়। লোক নাট্যদল ‘কঞ্জুস’ ও সাত্ত্বিক নাট্যদল ‘পেজগী’ নামে তার দুটি নাটকের বাংলা অনুবাদ মঞ্চস্থ করে থাকে।