বিসিএসে প্রবেশের বয়স ৩২ কেন নয়, জানতে চায় হাই কোর্ট
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি, ২০২০ ৪:৩০ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:সাধারণ বিসিএসে প্রবেশের বয়স ৩২ বছর কেন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাই কোর্ট।
রোববার (১৬ ফেব্রুয়ারি) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ এ রুল দেন।
একই সাথে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের বয়স, যোগ্যতা ও চাকরির আবেদনের বিধিমালা ২০১৪ এর ১৪ বিধি কেন অবৈধ ঘোষণা করা হবে না- তাও জানতে চাওয়া হয়েছে রুলে।