পিপি হিসাবে মহানগর জজ আদালতের দায়িত্ব নিলেন নওশাদ চৌধুরী
প্রান্তডেস্ক: সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন এডভোকেট নওশাদ চৌধুরী। রবিবার সকালে তিনি দায়িত্বভার গ্রহন করেন। আইন মন্ত্রনালয়ের সলিসিটর বিভাগের এক আদেশে তাকে নিয়োগ দেয়া হয়।
এডভোকেট নওশাদ চৌধুরী বিশ্বনাথ উপজেলার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে ১৯৫৬ সনের ৩১ ডিসেম্বর জন্মগ্রহন করেন। তার পিতা এডভোকেট দলিল উদ্দিন আহমদ চৌধুরীও সিলেটের জিপি ছিলেন।
১৯৮৭ সালে সিলেট জেলা বারে আইন পেশায় যোগদান করেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত সিলেটের অতিরিক্ত পিপি হিসাবে দায়িত্ব পালন করেন৷ ২০০৯ সাল থেকে গত ১০ই ফেব্রুয়ারী পর্যন্ত জননিরাপত্তা ট্রাইবুনালের স্পেশাল পিপি হিসাবে দায়িত্ব পালন করেন।
ছাত্রলীগের রাজনিতি থেকে শুরু করে এডভোকেট নওশাদ আওয়ামীলীগের একজন সক্রিয় কর্মী। তিনি নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ সিলেটের চেয়ারম্যান, বঙ্গবীর ওসমানী স্মৃতি ট্রাষ্টের ট্রাস্টি। এপেক্স ক্লাব বাংলাদেশ জেলা-৪ এর সাবেক গভর্নর, ওসমানীনগর আইনজীবী পরিষদের আহবায়ক,ও সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের প্রথম নিয়োগপ্রাপ্ত পিপি হিসাবে তিনি দায়িত্বগ্রহন করলেন৷ ইতোপূর্বে এডিশনাল পিপি এডভোকেট মফুর আলী ভারপ্রাপ্ত পিপির দায়িত্ব পালন করেন।