সিলেটে মাঠে নামছে বিএনপি
প্রান্তডেস্ক:সিলেটে মাঠে নামছে বিএনপি। দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বড় কর্মসূচী পালন করবে তারা।
দলের কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে, কারান্তরীণ বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার বেলা ৩টায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে বিক্ষোভ কর্মসূচী পালন করবে দলটি।
সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির কমিটিকে ঘিরে শনিবার এই কর্মসূচীতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি থাকবে বলে নেতাদের ধারণা। এছাড়া সিলেট মহানগর ছাত্রদলের ১৭টি ইউনিট কমিটি গঠন করায় শনিবারের এই কর্মসূচী তাদের শক্তির জানান দেবে বলে জানা গেছে।
যথা সময়ে উপস্থিত থেকে বিক্ষোভ কর্মসুচীকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী।