আগামীকাল মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তপ্রতিবেদন: ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রগতিশীল আন্দোলনের অন্যতম পুরোধা, সাবেক সাংসদ ও মজলুম জননেতা পীর হবিবুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৬ ফেব্রুয়ারি রবিবার। এ উপলক্ষে দিনব্যাপী গ্রহণ করা হয়েছে নানা কর্মসূচি।
কর্মসূচির মধ্যে রয়েছে- ১৬ ফেব্রুয়ারি রবিবার ক্বোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিল, মরহুমের মাজার জিয়ারত, শিরনি বিতরণ, পুষ্পস্তবক অর্পণ।
কর্মসূচিগুলো সিলেটের দক্ষিণ সুরমার বাঘরখলাস্থ পীর হাবিবুর রহমানের গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।