এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি: আইইডিসিআর
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি, ২০২০ ৫:৪৮ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক : এখন পর্যন্ত দেশে কোন করোনো আক্রান্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআর। তবে সিঙ্গাপুরে নতুন করে আরো দু’জন বাংলাদেশীর করোনা সনাক্ত হয়েছে। আগের দু’জন মিলে এখন মোট চারজন বাংলাদেশী সিঙ্গাপুরে করোনো আক্রান্ত। চারজনের মধ্যে একজনকে আইসিইউতে রাখা হয়েছে। সিঙ্গাপুরে করোনো আক্রান্ত রোগীর সংখ্যা ৯৭ জন।
প্রাণঘাতি ভাইরাস রোধে সরকারের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। জানান, এখন দেশে দুই ঘন্টার মধ্যে করোনা টেস্ট সম্পন্ন করা সম্ভব। হাজী ক্যাম্পে কোয়ারেন্টামে রাখাদের শনিবার চৌদ্দ দিন হয়ে যাওয়ায়; স্ক্যানিং এর পর ছেড়ে দেয়া হতে পারে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।