গণধর্ষণ মামলার দুই আসামি কারাগারে
প্রান্তপ্রতিবেদন:সিলেট শহরতলী থেকে গ্রেপ্তার হওয়া গণধর্ষণ মামলার দুই আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তাদেরকে আদালতে হাজির করে জেল হাজতে পাঠানো হয়।বুধবার রাত আড়াইটার দিকে জালালাবাদ থানার গালিমশাহ ও ভগতিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- গালিমশাহ গ্রামের মাসুক মিয়ার ছেলে আবদুল কাদির বাদশাহ (২৫) ও ভগতিপুর গ্রামের মৃত মতলিব আলীর ছেলে মুহিবুর রহমান (৩০)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা বলেন, গত ৪ ফেব্রুয়ারি রাতে স্থানীয় একটি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে খসরপুর গ্রামের একটি মাঠে গণধর্ষণের শিকার হন এক তরুণী।এ ঘটনায় ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন ধর্ষিতার বাবা। পরে অভিযান চালিয়ে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে।জালালাবাদ থানার ওসি অকিল উদ্দিন আহম্মদ জানান, বাকি আসামিদেরও গ্রেপ্তারে পুলিশ তৎপরতা চালাচ্ছে।