জকিগঞ্জের ওসি ছদ্মবেশে ডাকাত ধরলেন
প্রকাশিত হয়েছে : ১৩ ফেব্রুয়ারি, ২০২০ ৪:০৭ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
প্রান্তডেস্ক:জকিগঞ্জে মাছ শিকারির ছদ্মবেশ নিয়ে হাওর থেকে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। জসিম উদ্দিন সিকদার (৩৫) নামের ওই ডাকাত সদস্যকে বৃহস্পতিবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে জকিগঞ্জ থানার লোহারসাঙ্গন গ্রামের মৃত আবদুল গফুরের ছেলে।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান জানান, ডাকাত সদস্য জসিমকে ধরতে বুধবার সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ থানার ওসি মীর মো. আবদুন নাসের কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে মাছ শিকারির ছদ্মবেশ ধরেন। মাছ শিকারির ছদ্মবেশে তারা বারহাল ইউনিয়নের কচুকলি হাওরে অবস্থান নেন। এসময় হাওরে অবস্থানরত ডাকাত জসিমের দিকে তারা এগিয়ে যান। একপর্যায়ে তাকে ধরতে সক্ষম হন।