শিশু জিহাদের মৃত্যু: হাই কোর্টে ৪ আসামি খালাস
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি, ২০২০ ৬:৪০ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
:প্রান্তডেস্ক:রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে পরিত্যক্ত পানির পাইপের মধ্যে পড়ে শিশু মো. জিহাদের মৃত্যুর মামলায় চার আসামিকে খালাস দিয়েছেন হাই কোর্ট।বুধবার (১২ ফেব্রুয়ারি) হাই কোর্টের একটি বেঞ্চ এ রায় দেন।
২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ ওই চার আসামিকে ১০ বছর করে কারাদণ্ড ও দুই লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছর করে কারাদণ্ডের রায় দিয়েছিলেন।রায়ে আদালত বলেছিলেন, আসামিদের অবহেলার কারণেই জিহাদের মৃত্যু হয়েছে।
ওই চার আসামি হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান এস আর হাউসের মালিক আবদুস সালাম, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও ইলেকট্রিশিয়ান জাফর আহমেদ। হাই কোর্টে রায়ে তারা সবাই খালাস পেলেন।