ইসহাক কাজলের শোকসভা পালনের লক্ষ্যে মতবিনিময়অনুষ্ঠিত
প্রান্তপ্রতিবেদক:প্রয়াত বামপন্থি রাজনৈতিকনেতা;মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক, লেখক এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যুক্তরাজ্য শাখার সভাপতি ইসহাক কাজলের মৃত্যূতে আজ বুধবার নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমি মিলনায়তনে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।সভায়সভাপতিত্ব করেন সাম্যবাদি দলের কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড ধীরেন্দ্র সিংহ।সভার শুরুতেইসহাক কাজলেরবিদেহীআত্মারসম্মানে১মিনিটদাড়িয়েনিরবতাপালনকরাহয়।,সভায়াআগামি২২ফেব্রুয়ারিজেলাপরিষদমিলনায়তনে শোক সভা করারসিন্ধান্ত গ্রহনকরাহয়।সভায় ব্যারিস্টার আরশ আলীকে আহ্বায়ক ও কমরেড সিকন্দর আলীকে সদস্যসচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।সভায়উপস্থিত ছিলেনজাসদ নেতা লোকমানাাহমদ, গণতন্ত্রি পার্টির মো. আরিফ মিয়াদৈনিক জালালাবাদ\’র সম্পাদক মুকতাবিস উন নূর,দৈনিক সবুজ সিলেট\’র উপ-সম্পাদক আ.ফ.ম সাঈদসিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সংগ্রামসিংহ, বাসদ\’র সমন্বয়ক আবু জাফর, ন্যাপ-এর জেলা সম্পাদক এম.এ মতিন, গণফোরাম\’র এডভোকেট আনসার খান ওয়ার্কাস পার্টির ইন্দ্রানী সেনপ্রমুখ।