বাংলাদেশে ইসলাম সুরক্ষায় একমাত্র হাতিয়ার শেখ হাসিনা: নৌ প্রতিমন্ত্রী
প্রান্তডেস্ক:নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশে ইসলাম সুরক্ষায় একমাত্র হাতিয়ার হচ্ছেন শেখ হাসিনা। সেটা দেরিতে হলেও হেফাজতে ইসলামীর নেতা আল্লামা শফী বুঝতে পেরেছেন।’
তিনি বলেন, ‘এর কারণ, শেখ হাসিনা ধর্মকে নিয়ে কখনো রাজনীতি করেননি। কিন্তু অনেকেই ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে।’
মঙ্গলবার দুপুরে দিনাজপুরে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
দিনাজপুরের বোঁচাগঞ্জে হাটরামপুর ডিগ্রি কলেজের চারতলা বিশিষ্ট নবনির্মিত ভবন, ১২টি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন এবং ৭টি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ ব্লক উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় বাংলাদেশের মানুষ শরণার্থী হিসেবে ভারতে আশ্রয় নিয়েছিল। এখন সেই বাংলাদেশই রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে। সারা বিশ্বে বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।’
হাটরামপুর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির সভাপতি মো. রবিউল ইসলাম চৌধুরী।
এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দিনাজপুর শিক্ষা প্রকৌশল