দিল্লিতে বিপুল জয়ের পথে আম আদমি পার্টি
প্রান্তডেস্ক:দিল্লির বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের পথে এগিয়ে রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। ২০১৫ সাল থেকে দিল্লির মূখ্যমন্ত্রীর দ্বায়িত্ব পালন করছেন কেজরিওয়াল।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে দিল্লিতে ভোট গণনা শুরু হয়। ভোট গণনায় শুরু থেকেই এগিয়ে ছিল আপ। জয়ের পথে থাকায় দলীয় কার্যালয়ে ভিড় করতে শুরু করেছে দলটির উচ্ছ্বসিত কর্মী ও সমর্থকরা।
ভারতে সিএএ, এনআরসি নিয়ে চলমান সহিংসতার মধ্যেই দিল্লিতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দিল্লিবাসীর জন্য কেজরিওয়ালের দলের কাজের তালিকা, বিজেপির জাতীয়তাবাদী প্রচার, সিএএ-এনআরসি-এনপিআর আর শাহিন বাগের উত্থান এসব ঘটনার মধ্যেই চলেছে ভোটগ্রহণ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আম আদমি পার্টি এরইমধ্যে ৫১ টি আসনে জয়লাভ করেছে। অন্যদিকে বিজেপি পেয়েছে ১৯ টি আসন।
ভোটের পর সব বুথ-ফেরত সমীক্ষার ফলাফলই বলেছে, এবার পুনরায় জিতে ক্ষমতায় আসতে পারে আম আদমি পার্টি। তবে এ ধরনের সমীক্ষায় সবসময় নিশ্চিত ফলাফল বলা যায় না। এছাড়া অনেক সময় বাস্তবের ফলাফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, সেটিও আগে প্রমাণিত হয়েছে।
এর আগে ২০১৫ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসন জেতে আপ। এরপর ২০১৯ সালের গত লোকসভা নির্বাচনে ৭০টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৬৫ টিতে এগিয়ে ছিলো বিজেপি, পাঁচটিতে এগিয়ে ছিলো কংগ্রেস। আম আদমি পার্টি একটিতেও এগিয়ে ছিলোনা বলে জানা যায়। লোকসভার সাতটি আসনের সাতটিই জেতে বিজেপি।
২০১৪ সালের লোকসভা নির্বাচনেও দিল্লির সাতটি আসনের সাতটিই জেতে বিজেপি। সে ভোটে জিতেই প্রথমবারের মতো দিল্লির প্রধানমন্ত্রী নির্বাচিত হন নরেন্দ্র মোদি। তবে তার পরের বছরেই বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির কাছে হেরে যায় বিজেপি।