রোহিঙ্গাদের নিয়ে ট্রলারডুবি, ১৫ লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি, ২০২০ ১১:২২ পূর্বাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:কক্সবাজারের সেন্ট মার্টিনের কাছে সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে সেন্ট মার্টিন থেকে ১০ কিলোমিটার উত্তর-পশ্চিমে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ওই ঘটনা ঘটে।কোস্ট গার্ড সেন্ট মার্টিন স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ঘটনাস্থল থেকে ৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নারী ও শিশুসহ ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে। কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি নৌবাহিনীর জাহাজ সেখানে আছে।কোস্ট গার্ড কর্মকর্তাদের ধারণা, মালয়েশিয়া যাওয়ার আশায় পাচারকারীর খপ্পড়ে পড়ে ওই ট্রলারে চড়েছিলেন রোহিঙ্গারা।তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য তারা জানাতে পারেননি।