সিলেট জেলা আদালতের জিপি হলেন এড. রাজ উদ্দিন
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি, ২০২০ ৩:৫৩ অপরাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক: সিলেট জেলা ও দায়রা জজ আদালতের প্রধান সরকারী কৌশুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট রাজ উদ্দিন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ পাওয়ার বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন এডভোকেট রাজ উদ্দিন।
তিনি সিলেট মহানগর আওয়ামী লীগের সদ্য সাবেক কমিটির সহ সভাপতি ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে সিলেটে আইন পেশায় যুক্ত রয়েছেন।
এ পদে দায়িত্ব পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও সহকর্মী আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এডভোকেট রাজ উদ্দিন।