আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি, ২০২০ ১১:৩৪ পূর্বাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত
প্রান্তডেস্ক:রাজধানীর সবুজবাগ এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির সিটিটিসি।গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে সবুজবাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এই তথ্য জানান।তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জিহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।তারা নাশকতার পরিকল্পনা করেছিল বলেও জানান তিনি।