প্রান্তডেস্ক:এখনো বাংলাদেশে করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। তবে কেউ শনাক্ত হলে তাদের পরীক্ষা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ নিয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে মনে করছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। দুপুরে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক ডাক্তার মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ সব কথা জানান।যারা নানা উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন, তাদের করোনা ভাইরাসে শনাক্ত না হওয়া পর্যন্ত ব্যাক্তিগত তথ্য প্রকাশ না করতেও আহ্বান জানান তিনি। ২৫ টি দেশ এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে, সেজন্য বিমানযোগে বাংলাদেশে আসা সব যাত্রীদের স্কিনিং করার হচ্ছে। প্রতিরোধ কার্যক্রম শক্তিশালী করতেই এ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান ফ্লোরা। বিশ্ব সংস্থা অনুমোদন পেলেই কীট বাংলাদেশে আনা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এখনো বাংলাদেশে করোনা আক্রান্ত কাউকে পাওয়া যায়নি
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি, ২০২০ ৫:০২ অপরাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত