তৃতীয়বারের মতো দিল্লির মসনদে কেজরিওয়াল!
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি, ২০২০ ২:৫৫ অপরাহ্ণ | সংবাদটি ২ বার পঠিত

প্রান্তডেস্ক:দিল্লির বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের মতো জয় পেতে যাচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)। শনিবার ভোট শেষে সবক’টি বুথ-ফেরত জরিপে এমনই ইঙ্গিত মিলেছে।শনিবার দিল্লির ৭০টি আসনে ভোট হয়। এই নির্বাচনে ভালো করতে মরিয়া হয়ে প্রচারণা চালিয়েছিল ক্ষমতাসীন বিজেপি।বুথ-ফেরত জরিপের বরাত দিয়ে আনন্দবাজার জানায়, দ্বিতীয়বারের মতো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়তে চলেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।আম আদমি পার্টি ২০১৩ সালে প্রথমবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতায় আসে। পরের বার একক সংখ্যাগরিষ্ঠতা পায় বেশকিছু জনপ্রিয় কর্মসূচি বাস্তবায়নকারী দলটি। এবারও একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পথে কেজরিওয়াল। যদিও আসন কিছু কমতে পারে।অবশ্য শেষ বেলায় মেরুকরণের তাস খেলে মরণ কামড় দিতে চেয়েও বিশেষ দাঁত ফোটাতে ব্যর্থ হয় বিজেপি। জরিপ অনুযায়ী, গতবারের মতোই রাজধানীতে ধুয়েমুছে সাফ হয়ে যাওয়ার পথে নরেন্দ্র মোদি-অমিত শাহের দল।এবিপি নিউজ-সি ভোটারের করা জরিপে ৪৯-৬৩টি আসন পাচ্ছে আম আদমি পার্টি। রিপাবলিক টিভি-জন কি বাতের জরিপে পেয়েছে ৪৮-৬১টি আসন। তবে সবাইকে ছাপিয়ে ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-মাই ইন্ডিয়া ৫৯-৬৮টি আসন দিয়েছে কেজরিওয়ালের দলকে।দিল্লিসহ গোটা ভারতজুড়ে যখন নয়া নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ), জাতীয় নাগরিক তালিকার (এনআরসি) বিরুদ্ধে পথে নেমেছে আম জনতা, তখন দিল্লির নির্বাচনী ফলাফলকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।আম আদমি পার্টির এক নেতা বলেন, ‘হিন্দু-মুসলিম বিভেদের রাজনীতি, মেরুকরণ ছেড়ে মানুষ যে কেজরিওয়ালের কাজকেই বেছে নিয়েছেন, সেটাই বড় পাওয়া।’এদিকে চিন্তায় পড়ে গেছে বিজেপি। বিশেষত এনআরসি-সিএএ নিয়ে যখন বিক্ষোভ চলছে রাজধানীতে, এই পরিস্থিতিতে দিল্লির লড়াই জেতা তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ছিল।