সিলেটে ছাত্রলীগ কর্মী দ্বীপ হত্যা: ৮ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি, ২০২০ ১:১১ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক: টিলাগড়ে অভ্যন্তরীণ বিরোধে ছাত্রলীগকর্মী অভিষেক দে দ্বীপ হত্যাকাণ্ডে আটজনের বিরুদ্ধে মামলা হয়েছে।৮ফেব্রুয়ারী(শনিবার) সন্ধ্যায় নিহতের বাবা দীপক দে বাদী হয়ে শাহপরান (র.) থানায় এ মামলা করেন।শাহপরান থানার ওসি মো. আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, মামলায় আটক ছাত্রলীগ কর্মী সৈকত দেকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেটের টিলাগড়ে দলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় খুন হন অভিষেক দে দ্বীপ। নিহত দ্বীপ নগরীর শিবগঞ্জ গ্রীণহিল স্টেট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং শিবগঞ্জ সাদিপুর এলাকার দিপক দের ছেলে।ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, ঘটনার সাথে জড়িত অন্যদের আটকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।