- প্রচ্ছদ
- জাতীয়
- নোয়াখালীতে ওয়ার্ড আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা
নোয়াখালীতে ওয়ার্ড আ. লীগ নেতাকে গলা কেটে হত্যা
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি, ২০২০ ১:০৩ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত

প্রান্তডেস্ক:নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।নিহত মো. সোহরাব হোসেন (৪০) কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপের সীমান্তবর্তী চর আমজাদের বাসিন্দা আবু তাহেরের ছেলে।শনিবার রাতে সাড়ে ১২টার দিকে চর আমজাদে নিজের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে এক বাড়িতে হামলা চালিয়ে সোহরাবকে হত্যা করা হয়।খবর পেয়ে রোববার সকালে পুলিশ সেখান থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় বলে কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রবিউল হোসেন জানান।চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, সোহরাব তার বগা মেশিনের (মাটি কাটার যন্ত্র) টাকার হিসাব নিতে রাত ১২টার দিকে চর আমজাদের বাহারের বাড়িতে যান। বাহারের ঘরে বসেই তারা টাকার হিসাব করছিলেন।“১০-১৫ জন মুখোশধারী দুর্বৃত্ত সে সময় ওই বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে দুর্বৃত্তরা সোহরাবকে গলা কেটে হত্যা করে এবং বাহার, হোসেনসহ তিনজনকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করে পালিয়ে যায়।”আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে পরিদর্শক রবিউল বলেন, “কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।”