ভারতে দৌড় প্রতিযোগিতায় অংশ নিলেন সিলেটের ৫ জন
প্রান্তডেস্ক: ভারতের রাজস্থানের জয়পুর শহরে ১১তম এইউ ব্যাংক জয়পুর ইন্টারন্যাশনালের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২০ অনুষ্ঠিত হয়েছে। গত ২ ফেব্রুয়ারি (রবিবার) স্থানীয় সময় রাত সাড়ে ৩টায় জয়পুরের পিংক সিটির এলবাট হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে সিলেটি রানার্স ক্লাবের ৫জন রানার অংশগ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন করেন।
অনুষ্ঠিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার ৪২.১৯৫কি.মি. ক্যাটাগরিতে অংশ নেন যথাক্রমে নাজিম আহমদ, মো. সারোয়ার আহমদ ও মো. আবুল হাসান এবং ২১.১৯৫ কি.মি. ক্যাটাগরিতে অংশ নেন যথাক্রমে মো. লায়েক আহমদ ও মো. কামরুল হোসেন।
উল্লেখ্য, প্রতিযোগিতাটি এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল ম্যারাথন এন্ড ডিসটেন্স রেসেস (এইমস) ও ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব এথলেটিক্স ফেডারেশন (আইএএফ) কর্তৃক সার্টিফাই। ম্যারাথন দৌড় প্রতিযোগিতার খুঁটিনাটি তথ্য ও অভিজ্ঞতা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করছে সিলেটি রানার্স ক্লাব।