বিদেশি রিভলবারসহ ২ জন গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:কোম্পানীগঞ্জ থানা এলাকা থেকে বিদেশি রিভলবারসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব জানায়, গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯-এর একটি দল কোম্পানীগঞ্জ থানার ভোলাগঞ্জ বাজার থেকে ১ টি বিদেশি রিভলবারসহ দুইজনকে গ্রেফতার করে। এসময় তাদের সঙ্গে থাকা একটি মোটর সাইকেলও জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হচ্ছে- কোম্পানীগঞ্জের নতুন বালুচর গ্রামের কামাল উদ্দিনের ছেলে আমির হোসেন (২২) এবং সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার ধরের পাড় গ্রামের জীতেন্দ্র শর্মার ছেলে অপু শর্মা (২০)।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ গ্রেফতারকৃতদের কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।