সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়
প্রকাশিত হয়েছে : ৮ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৩৫ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। আজ শনিবার সকাল ৯টায় রেকর্ড করা হয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। যা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।এদিকে দেখা গেছে, সকাল থেকেই সূর্যের মুখ দেখা গেলেও দিনের বেলা কিছুটা ঠাণ্ডা বাতাস ও শীত অনুভব হচ্ছে। তবে সব থেকে বেশি শীত অনুভব হচ্ছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত। সঙ্গে থাকছে কুয়াশা।তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রাটা অপরিবর্তিত থাকায় রাতে শীত একটু বেশি অনুভব হচ্ছে।