তাপমাত্রা বাড়লেও দেশের সর্বনিম্ন তেঁতুলিয়ায় ৭.১
প্রান্তডেস্ক:কয়েকদিনের চেয়ে শুক্রবার তাপমাত্রা বাড়লেও মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় শীতের তীব্রতা কমছে না দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ শুক্রবার সকাল ৯টায় দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা হলো ৭.১ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানিয়েছেন শুক্রবার সকালে ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে।
পঞ্চগড়সহ দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে গতকালের তুলনায় তাপমাত্রা আজ কিছুটা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা আগেরদিন রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।