২১ মার্চ ৩ আসনে উপনির্বাচন
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি, ২০২০ ৪:৪৫ অপরাহ্ণ | সংবাদটি ৮ বার পঠিত
প্রান্তডেস্ক:আগামী ২১ মার্চ গাইবান্ধা-৩, বাগেরহাট-৪ ও ঢাকা-১০ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করেছে।ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ১৯ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই হবে ২৩ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৯ ফেব্রুয়ারি। খবর ইউএনবিরআওয়ামী লীগের এমপি মো. ইউনুছ আলী সরকার গত ২৭ ডিসেম্বর মারা গেলে গাইবান্ধা-৩ আসনটি শূন্য হয়।অন্যদিকে গত ১০ জানুয়ারি আওয়ামী লীগের আরেক সংসদ সদস্য মোজাম্মেল হোসেনের মৃত্যুতে বাগেরহাট-৪ আসনটি শূন্য হয়।পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে লড়ার জন্য ঢাকা-১০ আসনের এমপি শেখ ফজলে নূর তাপস গত ২৯ ডিসেম্বর পদত্যাগ করেন।