সেমিফাইনালে কিউইদের চেপে ধরেছে যুবারা
প্রান্তডেস্ক:যুব ক্রিকেট বিশ্বকাপের সেমি-ফাইনাল লড়াইয়ে নিয়ন্ত্রণ হাতে রেখে এগুচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তাদের দারুণ বোলিংয়ের সামনে সুবিধা করতে পারছে না নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। ৩০ ওভার শেষে দলটির সংগ্রহ ৪ উইকেটে ৯২ রান।দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ইনিংসের দ্বিতীয় ওভারেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানে বাংলাদেশ। অফ-স্পিনার শামিম হোসেনের বলে ওপেনার স্লিপে তানজিদ হাসানকে ক্যাচ দেন কিউই ওপেনার রেইস ম্যারিউ।দলীয় ৩১ রানে দ্বিতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এবার অপর অপেনার অলি হোয়াইটকে উইকেটকিপার আকবর আলির গ্লাভসবন্দি করান স্পিনার রাকিবুল হাসান।ইনিংসের ২১তম ওভারে আবার জ্বলে ওঠেন শামিম। উইকেট ছাড়া করেন থিতু হয়ে ওঠা ফের্গাস লিলম্যানকে (২৪)।দলীয় ৭৪ রানে চতুর্থ উইকেট তুলে নিয়ে কিউই যুবাদের আরও কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ অধিনায়ক কুইন সান্ডেকে উইকেট ছাড়া করেন স্পিনার হাসান মুরাদ।অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে এর আগে একবার ফাইনাল খেলার রেকর্ড আছে নিউজিল্যান্ডের। তবে বাংলাদেশ একবার সেমি-ফাইনালে খেললেও ফাইনালে পৌঁছাতে পারেনি।বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন, আকবর আলি (অধিনায়ক ও উইকেটকিপার), শামিম হোসেন, তানজিব হাসান সাকিব, রকিবুল হাসান ও শরিফুল ইসলাম