শিশু আশামনির মরদেহ অবশেষে ৫ দিন পর উদ্ধার
প্রান্তডেস্ক:রাজধানীর কদমতলীতে খালে হারিয়ে যাওয়া পাঁচ বছরের শিশু আশামনি তোহার মরদেহ পাঁচ দিন পর উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হাজীর বিল এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।আশামনির মরদেহ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার চাচা বিল্লাল হোসেন।প্রসঙ্গত, বল কুড়াতে গিয়ে গত শনিবার কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে তলিয়ে যায় শিশু আশামনি। এর পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছেন।জানা গেছে, ওই দিন বিকেল পৌনে ৪টার দিকে মেরাজনগর ডি-ব্লক বাসাসংলগ্ন খালি জায়গায় আশামনি তার বন্ধু ফরাজ (৬), আবদুল্লাহ (৫), রাহিমের (৫) সঙ্গে ক্রিকেট খেলছিল।এ সময় পাশে ডিএনডি খালে বল পড়ে যায়। আশামনি বলটি ওঠাতে গিয়ে খালের পানিতে ডুবে যায়। পরে বন্ধুরা ঘটনাটি আশামনির মাকে জানায়।