আজ ঋত্বিক ঘটকের মৃত্যুদিন
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি, ২০২০ ১২:৪৬ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত

প্রান্তডেস্ক:চলচ্চিত্র নির্মাতা, পরিচালক, অভিনেতা ঋত্বিক ঘটকের জন্ম ১৯২৫ সালের ৪ নভেম্বর, ঢাকায়। বাবা সুরেশচন্দ্র ঘটক ছিলেন জেলা ম্যাজিস্ট্রেট, কবি ও নাট্যকার মা ইন্দুবালা দেবী। তার বড় ভাই মণিষ ঘটক অধ্যাপক ও লেখক। ঋত্বিক ঘটকের লেখাপড়া শুরু হয় ময়মনসিংহের মিশন স্কুলে। পরে কলকাতার বালিগঞ্জ স্কুলে তিনি ভর্তি হন। ১৯৫৮ সালে তিনি বাহরামপুর কৃষ্ণনাথ কলেজ থেকে গ্র্যাজুয়েশন কোর্স সম্পন্ন করেন। পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ ক্লাসে ভর্তি হন। তিনি দেশ, শনিবারের চিঠি, অগ্রণীসহ বিভিন্ন পত্রিকায় লেখালেখির কাজ করেন এবং অল্প সময়ের মধ্যে লেখক হিসেবে সুনাম অর্জন করেন। ‘নাগিনী কন্যার কাহিনী’ উপন্যাস অবলম্বনে ১৯৫১ সালে নির্মিত বেদিনী সিনেমায় তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেন। পরের বছর তিনি ‘নাগরিক’ সিনেমা নির্মাণ করেন। ঋত্বিক ঘটকের ব্যবসাসফল সিনেমা ‘অযান্ত্রিক’, সিনেমাটি বৈজ্ঞানিক কল্পকাহিনী অবলম্বনে নির্মিত। ঋত্বিক ঘটক আটটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন। উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্য রয়েছে ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’ ইত্যাদি। তার ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি ‘কোমলগান্ধার’ চলচ্চিত্র। ২০১০ সালে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট তার তিতাস একটি নদীর নাম (১৯৭৩) শ্রেষ্ঠ সিনেমা হিসেবে তালিকাভুক্ত করে। তার শেষ সিনেমা ‘যুক্তি তক্কো আর গপ্পো’ (১৯৭৪), এটিও আত্মজীবনীমূলক। ঋত্বিক ঘটক অসংখ্য স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন। ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় তার মৃত্যু হয়।