ইদ্রিস আলী বীরপ্রতীকের শয্যাপাশে মন্ত্রী-এমপি
প্রান্তপ্রতিবেদক:দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন।
গতকাল মঙ্গলবার তাকে দেখতে হাসপাতালে যান পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ও ছাতক-দোয়ারাবাজার আসনের এমপি মুহিবুর রহমান মানিক। এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক, কার্ডিওরজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আলী আহসান, কনসালট্যান্ট ডা. ফয়েজ আহমদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক গত ৯ জানুয়ারি আকস্মিক হার্ট অ্যাটাক করলে প্রথমে তাকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে সিসিইউতে স্থানান্তর করা হয়।
উল্লেখ্য, অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক মুক্তিযুদ্ধকালীন ৫ নম্বর সেক্টরের সেলা (বাশতলা) সাব-সেক্টরের প্রথম ব্যাচের মুক্তিযোদ্ধা। তিনি ফক্সর্ট ও ইদ্রিস কোম্পানির অধিনায়ক ছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনি অধ্যাপনায় যুক্ত হন। বর্তমানে অবসর জীবন যাপন করছেন।