পলাতক আসামি গ্র্রেফতার
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি, ২০২০ ৪:৩৪ অপরাহ্ণ | সংবাদটি ৯ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট ক্যাম্পের এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে সিলেট নগরীর কাষ্টঘর থেকে ওয়ারেন্টভূক্ত ১ পলাতক আসামীকে গ্র্রেফতার করেছে।
মঙ্গলবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্র্রেফতার করেছে র্যাব-৯।
গ্রেফতারকৃত আসামীর কাষ্টঘর সুইপার কলোনীর দিলু মনি লালের ছেলে শাওন লাল সোলাই (৩২)।
গ্রেফতারকৃত আসামীকে এসএমপির কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেন সিলেট র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান।