কাস্টঘর থেকে পাখিকে ধরলো র্যাব
প্রকাশিত হয়েছে : ৫ ফেব্রুয়ারি, ২০২০ ৪:২১ অপরাহ্ণ | সংবাদটি ১ বার পঠিত
প্রান্তপ্রতিবেদক:সিলেট নগরীর কাস্টঘর থেকে মাদক মামলার পলাতক আসামী এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার বেলা পৌণে ১টার দিকে র্যাব-৯’র এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে অভিযান চালিয়ে পাখি রানী (৩৫) নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।
পাখি রানী কাষ্টঘর সুপার কলোনির ঝুলন লালের স্ত্রী। পাখির বিরুদ্ধে মাদক মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯’র মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান। তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।