সুপ্রিম কোর্ট বারে বিএনপি সমর্থকদের প্রার্থী চূড়ান্ত
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ সেশনের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। জানা গেছে, আজই (বুধবার) তাদের নাম ঘোষণা করা হতে পারে।দলীয় সূত্র জানায়, বিএনপি সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) সভাপতি পদে সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দিতে যাচ্ছে।আইনজীবী জামিউল হক ফয়সাল জানান, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে বিএনপি সমর্থক জ্যেষ্ঠ আইনজীবীদের এক বৈঠকে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। এতে সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জয়নুল আবেদীনকে সভাপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে। যিনি বিএনপির ভাইস চেয়ারম্যান। আর সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত আসছে।এদিকে গুঞ্জন ছিল, সম্পাদক পদে বারের বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে মনোনয়ন দেয়া হতে পারে। তবে দলীয় সূত্র অনুযায়ী সেটা হচ্ছে না।আগামী ১১ ও ১২ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।