বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মতলিব আর নেই
বিয়ানীবাজার প্রতিনিধি :: সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার’র সাবেক সভাপতি ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুল মতলিব আর নেই।
গতকাল ৪ ফেব্রুয়ারি(মঙ্গলবার)) বিকেল সাড়ে তিনটার দিকে সিলেট নগরীর মিরাবাজারস্থ নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছে
আজ ৫ ফেব্রুয়ারি( বুধবার) বেলা বিয়ানীবাজার লাউতা উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁর মরদেহ মুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুরস্থ গ্রামের নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে, বিএনপি’র সাবেক সভাপতি, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি হাজী আব্দুল মতলিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, হাজী আব্দুল মতলিব উপজেলা বিএনপি’র সভাপতি থাকাকালীন সময়ে দলকে শক্তিশালী ও মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিরলসভাবে কাজ করে গেছেন। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শন বুকে ধারণ করে গণতান্ত্রিক অধিকারের স্বপক্ষে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় অংশগ্রহণ করেছেন। এছাড়া জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নে অবদানের জন্য এলাকার মানুষের নিকট তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।